মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি স্প্যানিয়ার্ড স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে ১১২ বছর ৩৪১ দিন বয়সে মারা গেছেন।
গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস বুধবার এ তথ্য জানিয়েছে।
লন্ডন ভিত্তিক সংগঠনটি ফুয়েন্তেকে তার ১১২ বছর ২১১ দিন বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা করে।
তার ১১৩ তম জন্মদিনের আর মাত্র তিন সপ্তাহ বাকী থাকতে তিনি স্পেনের নিজ শহর লিওনের বাড়িতে মারা যান।
ফুয়েন্তে ১৯০৯ সালের ১১ ফেব্রুয়ারি লিওনে জন্মগ্রহণ করেন। তার সাত সন্তান, ১৪ নাতি নাতনী এবং তাদের ঘরে আরো ২২ জন সন্তানাদি রয়েছে।
গিনেস ওয়েবসাইট থেকে জানা গেছে, এর আগের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন ফ্রান্সের জ্যাঁ লুইস কালমেন্ট। তিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান। তিনি ১৮৭৫ সালের ফেব্রুয়ারিতে জন্ম নিয়েছিলেন।