মিজান-বাছিরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

অবৈধভাবে তথ্য পাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের উপ-মহাপরিদর্শক(ডিআইজি)মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের(দুদক)পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের উপস্থিতিতে এ চার্জশিট গ্রহণ করেন। আদালত মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ বদলির আদেশ দেন। একই সঙ্গে ৪ এপ্রিল চার্জ শুনানির তারিখ ধার্য করে দেন।

এর আগে ১৯ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের পরিচালক শেখ মো.ফানাফিলাহ। আদালত ৯ ফেরুয়ারি চার্জশিটটির শুনানির জন্য দিন ধার্য করেছেন। ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যলয়-১ এ দুদকের পরিচালক শেখ মো.ফানাফিলাহ বাদী হয়ে মামলা করেছিলেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান