মিথ্যা অপবাদ দিয়ে অর্থায়ন বন্ধ করে বিশ্বব্যাংক

মিথ্যা অপবাদ দিয়ে দুর্নীতি অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে বিশ্বব্যাংক। এ জন্য অন্যায়ভাবে একজন সচিবকে জেল খাটতে হয়েছে ও একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী শেরেবাংলা নগরে একনেক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, একজনের ব্যক্তিস্বার্থে আঘাত লাগায় পদ্মা সেতু প্রকল্প আটকে যাচ্ছিল। নির্দিষ্ট সময়ে পদ্মা সেতুর কাজ শুরু হলে ২০১৬ সালে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হতো। ফলে জিডিপি প্রবৃদ্ধি ৮-এ চলে যেত।

সুত্র: দ্য রিপোর্ট