মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন জন নিহত

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রবিবার দেশব্যাপী জান্তা বিরোধী সমাবেশ সহিংসভাবে ছত্রভঙ্গ করে দিয়েছে । এই দমন অভিযানে কমপক্ষে তিনজন বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
ক্ষমতা হস্তান্তর এবং ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সুচির মুক্তির দাবিতে রাজপথে সপ্তাহব্যাপী ব্যাপক বিক্ষোভ দমনে সামরিক জান্তা কঠোর শক্তি প্রয়োগ করেছে।
পুলিশ ও সৈন্যরা এই বিক্ষোভ দমনে ইতোমধ্যেই রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করেছে, কিছু কিছু ক্ষেত্রে লাইফ বুলেটও ব্যবহার করেছে।
অনলাইনে জান্তা বিরোধী বিক্ষোভকারীদের রাজপথে নেমে আসার আহবান জানানো হলে রবিবার সকালে দেশের বিভিন্ন অংশে তারা ব্যাপক বিক্ষোভে সামিল হয়।
দেশটির দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী দাওয়েই এ বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে।
উদ্ধারকর্মী পেই ঝাও হেইন এএফপিকে বলেন, লাইফ বুলেটের গুলিতে তারা নিহত হয়েছে, আহতদের ওপর রাবার বুলেট ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে, আরো আহত মানুষ আসছে।
স্থানীয় মিডিয়ার সংবাদেও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।