মিয়ানমারে প্রথমবার ২ জন করোনা শনাক্ত

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারেও করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।  সোমবার (২৪ মার্চ) ২১৪ জনের করোনা পরীক্ষার পর দুজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

দেশটির স্বাস্থ‌্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত দুই ব‌্যক্তি মিয়ানমারের নাগরিক। ৩৬ বছর বয়সী একজন এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, আরেকজন ২৬ বছর বয়সী ব‌্যক্তি বাহরাইন থেকে। এক বিবৃতিতে স্বাস্থ‌্য মন্ত্রণালয় জানায়, ‘এই দুই ব‌্যক্তির সংস্পর্শে যারা ছিলেন, তাদের সবাইকে নজরদারিতে রাখা হবে।’

করোনা শনাক্তের পর থেকে দেশটিতে স্বাভাবিক জীবনযাপন থেমে গেছে। ইয়াঙ্গুনের একটি সুপারমার্কেট থেকে বাড়তি কেনাকাটা করতে দেখা গেছে আতঙ্কিত লোকজনকে।

প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তিস্থল চীনের সঙ্গে ২১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে মিয়ানমারের। এতদিন করোনামুক্ত থাকলেও বিশেষজ্ঞরা সরকারের পদক্ষেপকে ‘খামখেয়ালি’ বলে উল্লেখ করেছে হিউম‌্যান রাইটস ওয়াচ।

বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এ পর্যন্ত তিন লাখ ৭৯ হাজার ৮০ জন সংক্রমিত হয়েছেন, মৃত‌্যু হয়েছে ১৬ হাজারের বেশি লোকের।

আজকের বাজার/শারমিন আক্তার