মেহেরপুরে মুজিববর্ষে‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’কর্মসূচির সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’কর্মসূচি বাস্তবায়নে জেলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর(পিপি)পল্লব ভট্টাচার্য, এডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম। সভায় সিদ্ধান্ত হয়েছে‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’কর্মসূচি যে প্রতিষ্ঠান কৃতিত্বের পরিচয় দিতে পারবে সেই প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের পক্ষে পুরস্কৃত করা হবে। পরবর্তীতে পরিস্কার পরিচ্ছন্ন থাকা ধরে রাখতে হবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান