মেহেরপুরে ২০ কেজি করে চাল পাবে আরো ৫০ হাজার পরিবার

জেলায় ৫৪ হাজার পরিবারের পর এবার চলতি মাসে নতুন করে আরো ৫০ হাজার পরিবারের মাথাপিছু ২০ কেজি করে চাল সহায়তা দেয়া হবে। জেলা সদরের ২০ হাজার, গাংনীর ২২ হাজার এবং মুজিবনগর উপজেলায় ৮ হাজার পরিবার এই সহায়তা পাবে। করোনাভাইরাসের(কোভিড-১৯) কারণে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি মাকাবেলায় মানবিক সহায়তা হিসেবে চলতি মে মাসে জেলার ৫০ হাজার পরিবারকে মাসে ২০ কেজি করে খাদ্য (চাল) সহায়তা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি। এর আগে ৫৪ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। এবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশে নতুন তালিকা করে চলতি সপ্তাহেই তালিকাভূক্ত পরিবারে ২০ কেজি করে চাল সহায়তা দেয়া হবে।

জেলা প্রশাসক বাসস‘কে জানান-করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারণে জেলা সদরসহ তিন উপজেলায় দরিদ্র, অসহায়, কর্মহীন ও দিনমজুর ৫৩ হাজার ৪২১ পরিবারকে সরকারি খাদ্য এবং ১২ হাজার ৮’শ পরিবার আর্থিক সহযোগিতা পেয়েছে। এ পর্যন্ত দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ১ হাজার ৩৪১ টন চালের মধ্যে ৭৫৪ দশমিক ৫৫ টন চাল বিতরণ ও ২৮ লাখ ৯৯ হাজার ৫০০ টাকার মধ্যে ১৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা এ পর্যন্ত বিতরণ করা হয়েছে। এছাড়া ২ হাজার ১০৯ পরিবারের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, অনাকাংক্ষিত মোকাবেলার জন্য মজুদ রয়েছে ৫৮৬ টন খাদ্যসামগ্রী, নগদ টাকা মজুদ রয়েছে জিআরক্যাশ প্রায় ২৯ লাখ টাকা। শিশুখাদ্যর জন্য মজুদ রয়েছে ৮ লাখ টাকা। খবর বাসস

আজকের বাজার/আখনূর রহমান