যুক্তরাষ্ট্রে আটকা বাংলাদেশিদের নিয়ে ২য় বিশেষ ফ্লাইট পৌঁছাবে রবিবার

করোনাভাইরাস সংকটের মধ্যেই ওয়াশিংটন এবং লস অ্যাঞ্জেলসে অবস্থিত বাংলাদেশ মিশনের সাথে সমন্বয় করে দ্বিতীয় বিশেষ ফ্লাইট পরিচালনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতার এয়ারওয়েজের কিউআর ৩৪৫৮ ফ্লাইটটি দোহায় আসার জন্য শনিবার সকাল ৯টায় নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসবে।

দোহা থেকে কিউআর ৩৩৯০ ফ্লাইট রবিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

করোনভাইরাস মহামারি সংক্রান্ত সব স্বাস্থ্য নির্দেশিকা বজায় রেখে ফ্লাইটটি পরিচালনা করা হবে।

ফ্লাইটের যাত্রীদের বিমান ছাড়ার চার ঘণ্টা আগে জেএফকের ৮ নম্বর টার্মিনালে চেক-ইন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বিমানবন্দরের চেক-ইন কাউন্টারটি যাত্রা শুরুর এক ঘণ্টা আগে বন্ধ হয়ে যাবে।

যাত্রীদের সরাসরি অরিক্স এভিয়েশন লিমিটেডের সাথে যোগাযোগ করার জন্যও অনুরোধ করা হয়েছে।