যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লাখ

যুক্তরাষ্ট্রে রোববার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ লাখের কাছাকাছি পৌঁছেছে। এটি সারা বিশ্বে মোট আক্রান্তের এক চতুর্থাংশ।
এদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। গত মধ্য জুলাইয়ের পর থেকে প্রতি চারদিন অন্তর বিশ্বে ১০ লাখ করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
ভারতে রোববার একদিনে সর্বোচ্চ ৭৮ হাজার ৭৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে। বিশ্বে সংক্রমণ ও মৃত্যু দু’টোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। দেশটিতে সোমবার গ্রিনিচ মান সময় ০০৩০টায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯০ হাজারে। এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৮৩ হাজারেরও বেশি লোক। এএফপি’র হিসেব থেকে এ তথ্য জানা গেছে।
করোনা মাহামারির কারণে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের পরিস্থিতি টালমাটাল হয়ে পড়েছে। আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় জয়ী হওয়ার বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিকে বিশ্বে এই মহামারী প্রতিরোধে কার্যকর কোন ভ্যাকসিন এখনও আসেনি। ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এখনও সামাজিক দূরত্ব ও লকডাউনের ওপর ভরসা করছে।