যুক্তরাষ্ট্রে পর পর দু’দিনে ৩০ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে

যুক্তরাষ্ট্রে এ প্রথমবারের মতো পর পর দু’দিনে ৩০ লাখেরও বেশি কোভিড-১৯ এর টিকা দেয়া হয়েছে।
রোববার প্রকাশিত সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।
দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি’র খবরে বলা হয়েছে, রোববার সকাল নাগাদ ২৪ ঘন্টায় ৩০ লাখ ৪০ হাজার ডোজ এবং এর আগের দিন ৩১ লাখ ২০ হাজার ডোজ টিকা দেয়া হয়েছে।
সিডিসি আরো বলছে, সর্বশেষ সাতদিনের প্রতিদিনে গড়ে ২৪ লাখ ৪০ হাজার ডোজ টিকা দেয়া হয়েছে।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি লোক যুক্তরাষ্ট্রে মারা গেছে। এ সংখ্যা এ পর্যন্ত প্রায় ৫ লাখ ৪২ হাজার ।
তবে দেশটি সাফল্যের সঙ্গে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
যুক্Íরাষ্ট্রে ১৩.৩ শতাংশ লোককে পুরোপুরি টিকার আওতায় নেয়া হয়েছে। ২৪.৫ শতাংশ লোক অন্তত টিকার একটি ডোজ গ্রহণ করেছেন।
এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম ১শ’ কার্যদিবসে ১০ কোটি লোককে টিকা দেয়ার যে পরিকল্পনা নিয়েছিলেন তা সফল উল্লেখ করে তিনি বলেন, এ সময়ের মধ্যে আমরা সম্ভবত দ্বিগুণ লোককে টিকার আওতায় নিতে পারবো।
যুক্তরাষ্ট্রে বর্তমানে তিনটি টিকার ব্যবহার চলছে। দু’ডোজের টিকা ফাইজার/বায়োএনটেক এবং একক ডোজের টিকা জনসন এন্ড জনসন।