রফতানি খাতের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ : বাণিজ্যমন্ত্রী

রফতানি খাতের উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তোফায়েল আহমেদ বলেন, ‘রফতানি খাতের উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্বমানের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনা ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে যুগোপযোগী ও রপ্তানিবান্ধব রপ্তানি নীতি ২০১২-২০১৫ ও ২০১৫-২০১৮ প্রণয়ন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি সকল পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা আদায় করা হয়েছে। রফতানি পণ্য বহুমুখীকরণে ফার্নিচার শিল্প, জাহাজ শিল্প, ঔষধ শিল্পসহ নতুন নতুন পণ্যকে রফতানি পণ্যের ঝুঁড়িতে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

সামশুল হক চৌধুরীর (চট্টগ্রাম-১২) আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০১৬-২০১৭ অর্থবছরে প্রণীত শুল্ক নীতির ফলে দেশের শিল্পায়নের বিকাশ ঘটেছে। এর ফলে ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জানুয়ারি সময়ে মুলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি তুলনামূলকভাবে বেশি বেড়েছে। অপরদিকে তৈরি পণ্যের আমদানির পরিমাণ তুলনামূলকভাবে কম বেড়েছে।’

মন্ত্রী আরো বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির অন্যতম মূল উদ্দেশ্য হলো টাকার অভ্যন্তরীণ মূল্য (মুদ্রাস্ফীতি) ও বহিঃমূল্য (বিনিময় হার) স্থিতিশীল রেখে দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে সমর্থন যোগানো। টাকার বিনিময় হার ওঠা-নামার ফলে সাধারণ বৈদিশিক বাণিজ্য প্রভাবিত হয়।’

এ সময় বাংলাদেশ ব্যাংক প্রণীত মুদ্রানীতিতে নিত্য প্রয়োজনীয় আমদানিকৃত পণ্য-সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার বিষয়টি বিবেচনা করা হয় বলেও জানিয়েছেন তোফায়েল আহমেদ।

মো. আব্দুল মতিনের (মৌলভীবাজার-২) এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ব্যবসা-বিনিয়োগ কার্যক্রমকে গতিশীল ও সহজ করার লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ ট্রেড পোর্টাল স্থাপন করা হয়েছে। গত বছরের ১৩ মার্চ এই ট্রেড পোর্টাল উদ্বোধন করা হয়। তথ্যসমৃন্ধ পোর্টালটি সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশ ট্রেড ওয়েবসাইটের ঠিকানা bangladeshtradeportal.gov.bd।’

সুত্র: দ্য রিপোর্ট