রবির কর্পোরেট সেবা গ্রহণ করল শরীফ ফার্মা

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড এবং শরীফ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান শরীফ ফার্মাসিউটিক্যালস সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি সই করেছে। চুক্তির আওতায় শরীফ ফার্মাসিউটিক্যালসের কর্মীরা রবির কর্পোরেট সেবা উপভোগ করতে পারবেন।

বিভিন্ন আইওটি, এন্টারপ্রাইজ বিজনেস সলিউশন এবং ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে শরীফ ফার্মাসিউটিক্যালসকে স্বয়ংক্রিয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করবে রবি।

রাজধানীর কেরানীগঞ্জে শরীফ গ্রুপের কার্যালয়ে রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) আদিল হোসেন নোবেল এবং শরীফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রজ্জব শরীফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির কর্পোরেট বিজনেসের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফাহমিদুল হাসান, কর্পোরেট বিজনেসের আওতায় কী অ্যাকাউন্টসের জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরী, এন্টারপ্রাইজ বিজনেসের ম্যানেজার মোঃ আনিসুজ্জামান এবং শরীফ ফার্মাসিউটিক্যালসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রায়হান শরীফ, ডিরেক্টর খন্দকার জিয়াউল বাশার, ডিজিএম আবুল হোসেন, অ্যাকাউন্টসের ম্যানেজার শাকিল আহমেদ, এজিএম মো. আতিকুর রহমান, ন্যাশনাল সেলস ম্যানেজার ইব্রাহিম রাশেদ, একাউন্টসের ম্যানেজার রাজন দেবনাথ উপস্থিত ছিলেন।