রাঙ্গাবালীর সাথে পটুয়াখালীর নৌরুটে ফেরি চালুর দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সাথে জেলা সদর পটুয়াখালীর নৌরুটে ফেরি চালুর দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গাবালীবাসী।

সোমবার বেলা ১১টার দিকে রাঙ্গাবালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, চারদিকে নদীবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ। প্রমত্তা এসব নদী পাড় হতে গিয়ে প্রতি বছরই নৌ-দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। নিরাপদ চলাচলের জন্য জেলা সদরের সাথে ফেরি চালুর দাবি জানান তারা।

স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গাবালীবাসী আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক জাওয়াদুল করিম প্রিতম, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি জোবায়ের আহম্মেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ছয় মাসে এখানে নৌ-দুর্ঘটনায় সাতজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।