রাঙ্গামাটির পর্যটন স্পট সাজেক বন্ধ থাকবে দুই দিন

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৬ ও ৭ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক রিসোর্ট দুই দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রশাসন।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাঘাইছড়ি এবং সাজেকে সব ধরনের পর্যটকবাহী যানবাহন বন্ধ এবং পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নির্দেশনা মানতে সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন তিনি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বাসসকে জানান, ৭ ফেব্রুয়ারি সাজেক ইউপি নির্বাচন উপলক্ষে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সাজেক ভ্যালিতে দুই দিন পর্যটক আসা-যাওয়াও বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে রাঙ্গামাটির তিন উপজেলায় ইউপি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় বাঘাইছড়ির সাজেক ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাজেকে অবস্থিত সকল কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।