রাজধানীতে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দগ্ধ ৫

রাজধানীর পল্লবী এলাকার একটি বাড়িতে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণে বাড়ির মালিকসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ পাঁচজন হলেন বাড়িওয়ালা ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), ভাড়াটে ইয়াসমিন (২৭), তার মেয়ে রুহি (৩) ও শ্রমিক হাসান (৩২)।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ছয়তলা ওই ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, মিরপুর-১২ ডি ব্লকের ১৯ নম্বর রোডের ৪৩ নম্বর ইয়াকুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসের কারণে এ ঘটনা ঘটেছে।

আহত ইয়াকুব আলী জানান, সকালে পানির ট্যাংক পরিষ্কার করার জন্য ঢাকনা খোলা হয়। ভেতরে অন্ধকার থাকায় মোমবাতি জ্বালানো হয়। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের ঘটে আগুন ধরে যায়। এতে তিনিসহ পাঁচজন দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক এনায়েত কবির জানান, দগ্ধ পাঁচজনের অবস্থায় আশঙ্কাজনক।

আজকের বাজার/আরজেড