রাজনৈতিক অস্থিরতার মধ্যে কিরগিজস্তানের প্রেসিডেন্টের পদত্যাগ

বিতর্কিত সংসদ নির্বাচনের পর বিক্ষোভের মুখে বৃহস্পতিবার কিরগিজস্তানের প্রেসিডেন্ট সোরনবায়ে জিনবেকভ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বিক্ষোভকারী ও রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষ থেকে পদত্যাগের আহ্বানের পর জিনবেকভের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমি ক্ষমতা আটকে রাখছি না। আমাদের দেশের অখণ্ডতা এবং সমাজে সম্প্রীতির জন্য এটা মূল্যহীন।’

তিনি বলেন, ‘আমার কাছে কিরগিজস্তানের শান্তি, দেশের অখণ্ডতা, আমাদের জনগণের ঐক্য এবং সমাজের শান্তি সবকিছুর ঊর্ধ্বে।’ কিরগিজস্তান চীন সীমান্তে অবস্থিত ৬৫ লাখ লোকের একটি দেশ। ৪ অক্টোবরে সংসদ নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।

নির্বাচনী কর্মকর্তারা বলছেন যে সরকারপন্থী দল নির্বাচনে জয়লাভ করেছে। কিন্তু বিরোধীরা বলছে, চুরি ও ভোট বেচাকেনাসহ অন্যান্য অনিয়মের কারণে নির্বাচনটি কলঙ্কিত হয়েছে।