রাজশাহীতে ছাত্রীদেরকে দেয়া হলো বৃত্তির চেক

বাসস : বিজ্ঞান শিক্ষার উন্নয়নে প্রত্যেক ছাত্রীকে ২১০০ টাকার বৃত্তির চেক প্রদান করা হয়েছে। ২৯ অক্টোবর এই চেক প্রদান করা হয়। চেক দেয়া হয় ৫ মেধাবী ছাত্রীকে।

মহানগরীতে সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টিয়ারি অর্গানাইজেশন (সিসিবিভিও) প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সায়েন্স এডুকেশন ডেভলপমেন্ট ইন সেকেন্ডারি প্রকল্পের মাধ্যমে এই বৃত্তির টাকা প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা হলেন, বাগাতিপাড়া স্কুলের ফারিহা আফরিন, রাজাবাড়ি হাইস্কুলের সাবিহা খাতুন, গোগ্রাম স্কুলের সালমা খাতুন, পিরিজপুর স্কুলের আস্তিনা পারভিন এবং চব্বিশনগর স্কুল অ্যান্ড কলেজের সিমলা খাতুন। বৃত্তির অর্থে তারা ক্যালকুলেটর, প্রাকটিক্যাল নোটবুক ও প্রয়োজনীয় অন্যান্য উপকরণ ক্রয় করবে।

প্রতীচি ট্রাস্ট বাংলাদেশের আর্থিক সহায়তায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এবং সিসিবিভিও এই অর্থ প্রদান করে।

সিসিবিভিও প্রধান নির্বাহী সারওয়ার-ই কামাল, প্রশাসনিক পরিচালক এভারেস্ট হেমব্রম, প্রশিক্ষণ সমন্বয়ক মো. আরিফ এবং সহকারী প্রকল্প সমন্বয়ক শবনম মুস্তারি প্রমুখ বক্তব্য রাখেন।