রামপাল প্রকল্প বাতিলের দাবিতে বাপা

সুন্দরবনের নিকটবর্তী রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘রামপাল বিদ্যুৎ প্রকল্পে এক্সিম ব্যাংকের অর্থায়ন বিশাল দুষণে সুন্দরবন ধ্বংসের বাস্তবতা; দুটি আন্তর্জাতিক মূল্যায়ন প্রতিবেদন’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্্র স্থাপন হলে এই এলাকায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় নেমে আসবে এবং প্্রাণি ও মানুষের জীবন হুমকিতে পড়বে।

সংবাদ সন্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের পরিবেশ বিজ্ঞানী রঞ্জিত সাহু। এ প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, সুন্দরবন ধ্বংসের সম্ভাবনার বিষয়টি সরকারের বিবেচনায় নেওয়া উচিৎ? পানি ছিটিয়ে পরিবেশ নিয়ন্ত্রণের যে পদ্ধতির কথা টেন্ডারে বলা হয়েছে তা আসলে প্রাচীন যুগের।

মানবাধিকারকর্মী সুলতানা কামালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক বদরুল ইমাম প্রমুখ।

আজকের বাজার রিপোর্ট:ডব্লিউএম/আরআর/১৯.০৪.২০১৭