রাশিয়াকে চীনের অস্ত্র দেওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না: ইউক্রেনের গোয়েন্দা প্রধান

রাশিয়াকে চীন অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছে এমন দাবিকে নাকচ করে দিয়ে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ মার্কিন মিডিয়াকে বলেছেন, ‘এমন কিছু নিয়ে আলোচনা হচ্ছে, অথচ আমরা এর কোন লক্ষণ’ দেখছি না। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা গত রোববার বলেছেন, কূটনৈতিক চাপের মুখে চীন মস্কোকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার কথা ভাবছে। এক্ষেত্রে বেইজিংকে নিরুৎসাহিত করার জন্য প্রচারণা চালানো হচ্ছে।
তবে সোমবার প্রকাশিত ভয়েস অব আমেরিকার সাথে দীর্ঘ সাক্ষাতকারে সম্ভবনার ব্যাপারে জানতে চাইলে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ বলেন, ‘আমি মনে করি এই মতামত শেয়ার করবেন না।’
এ ব্যাপারে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি মনে করি না যে চীন রাশিয়াকে অস্ত্র দিতে রাজি হবে। এমন কি এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি এমন কোন লক্ষণও দেখছি না।
এ মাসের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আ্যান্টনি ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে উত্তেজনাপূর্ণ এক বৈঠকে সম্ভাব্য অস্ত্রের চালানের ব্যাপারে ওয়াশিংটনের উদ্বেগের কথা তুলে ধরেন।
এদিকে সিআইএ’র পরিচালক রোববার এক সাক্ষাতকারে বলেন, বেইজিং এখনো অস্ত্র পাঠানোর সম্ভাবনার কথা ভাবছে বলে তিনি বিশ্বাস করেন।