রাশিয়ার বিরুদ্ধে সাইবার আগ্রাসন ও অবরোধ ব্যর্থ : পুতিন

রাশিয়ার ওপর সাইবার আগ্রাসন এবং অবরোধ ব্যর্থ হয়েছে।
শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেশটির প্রেসিডেন্ট এ কথা বলেন।
তিনি আরো বলেন, আজ আমরা বলতে পারি আমাদের বিরুদ্ধে সাইবার আগ্রাসন এবং সাধরণভাবে চালানো অবরোধ হামলা ব্যর্থ হয়েছে। এই হামলার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত ছিলাম। এটি সাম্প্রতিক বছরগুলোতে পরিচালিত পদ্ধতিগত কাজের ফলাফল।
পুতিন বলেন, পশ্চিমের অনেক সরবরাহকারী দেশ রাশিয়ায় কারিগরী সহায়তা একতরফাভাবে বন্ধ করে দেয়। কিন্তু রুশ বিশেষজ্ঞরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে তথ্য প্রযুক্তি অবকাঠামো খাতকে সুরক্ষা দেয়।
নতুন প্রযুক্তি সৃষ্টিসহ রুশ বিশেষজ্ঞরা অনেক কিছু করেছে বলেও তিনি উল্লেখ করেন।