রায় নিয়ে রাজনীতি নয়

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কেউ রাজনীতি করবেন না। আপিল বিভাগের সাতজন বিচারকের ঐকমত্যের ভিত্তিতে এ রায় দিয়েছি। আমি কারো ফাঁদে পা দেব না। আপনারা সংযত আচরণ করুন। কেউ বিচার বিভাগে রাজনীতি টেনে আনবেন না। তবে এ রায় নিয়ে যেকোনো গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাবো।

বৃহস্পতিবার ১০ আগস্ট সকালে ‘রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যানের বক্তব্য আদালত অবমাননাকর’- এমন দাবি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি আবেদন জানালে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

এদিন সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতি বেঞ্চ বসেন।

এ সময় ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের বক্তব্য আদালতে উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

এ সময় প্রধান বিচারপতি বলেন, আমরা সব সময় যেকোনো গঠনমূলক সমালোচনাকে পছন্দ করি। আমি শুধু আপনাদের বলবো- আপনারা বিচার বিভাগকে রক্ষা করুন।

সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনসহ বারের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

আজকের বাজার: আরআর/ ১০ আগস্ট ২০১৭