রিয়েলে থাকলে ব্যালন ডি জিতবেন নেইমার!

গত এক দশক ধরেই চলছে ফুটবল বিশ্বে ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসির রাজত্ব। ফুটবলের সেরার দুটি আসন তারাই ভাগাভাগি করে রেখেছেন এই সময়। যদিও এই এক দশকে অনেককেই ভাবা হয়েছে তাদের প্রতিপক্ষ হিসেবে, কিন্তু সত্যিকার অর্থে রোনালদো আর মেসিকে ছাপিয়ে যাওয়া হয় নি কারোর। তবে রোনালদো আর মেসির পরে বিগত কয়েক বছরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ব্রাজিলিয়ান নেইমারকে নিয়ে। অনেকেই মনে করেন, রোনালদো আর মেসির পরে ফুটবলের সেরার স্বীকৃতিটা আসলে নেইমারের প্রাপ্য।
নেইমারকে মনে করা হচ্ছে, দুই মহানায়কের পরবর্তী যুগের ফুটবল কাণ্ডারি। বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার নাম নেইমার। তাকে ঘিরেই ব্রাজিল দেখছে রাশিয়া বিশ্বকাপে সেরা সাফল্যের স্বপ্ন। নেইমার ব্রাজিলের স্বপ্ন নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছেন অনেকদিন। এদিকে ক্লাব ফুটবলেও নেইমার দারুন সফল। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় লিওনেল মেসির সাথে খেলেছেন সমান তালে। এখন বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’তে খেলছেন ফরাসি জায়ান্ট পিএসজিতে। সেখানেও তিনি বিচরণ করছেন দাপটের সঙ্গে।
এদিকে গত শুক্রবার রাতে ঘোষিত হয়েছে সম্মানজনক ব্যালন ডি’অর পুরস্কার। গতবারের মত এবারেও ব্যাল ডি’অর নিজের করে নিয়েছেন রোনালদো। আধুনিক ফুটবলের সম্রাট রোনালদোর এটি পঞ্চম ব্যালন। এই পুরস্কারে দ্বিতীয় হয়েছেন লিওনেল মেসি। আর তৃতীয় স্থানটি গেছে নেইমারের দখলে।
এই পুরস্কার ঘোষণার পরেই রিয়েল মাদ্রিদের প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ জানিয়েছেন, ভবিষ্যতে নেইমারের ব্যালন ডি’অর জেতার ভালো সুযোগ আছে। তবে তিনি রিয়েলে খেললে ব্যালন ডি’অর জয়ের আরও ভালো সুযোগ পাবেন। ’
গত কিছুদিন ধরেই পিএসজি ছেড়ে নেইমারের রিয়েলের যোগদান নিয়ে চলছে তুমুল আলোচনা।
পেরেজ জানান, ‘তবে সহসাই এই পুরস্কার অন্যদের পাওয়ার সম্ভাবনা কম। কারণ পাঁচবার পেলেও রোনালদোর আগ্রহ শেষ হয় নি। সে এটি আরও জিততে চায়। ’
রিয়েলের প্রেসিডেন্ট জানান, ‘ এবার নেইমার তৃতীয় হয়েছে। কিন্তু তার পক্ষে আসলে রোনালদোর কাছাকাছি আসা একটু কঠিন। তবে সে রিয়েলে এলে হয়ত পরিস্থিতি বদলাবে। কারণ একজন বড় মাপের খেলোয়াড়কে সেরা হতে যা প্রয়োজন, রিয়েল তাকে সেটা দেয়। ‘তিনি আরও জানান, ‘পিএসজির কয়জন খেলোয়াড় ব্যালন জিতেছে? নিশ্চিতভাবেই সংখ্যাটা খুব বেশি হবে না।’
পেরেজে কি নিজের বক্তব্যে নেইমারকে আহবান জানিয়ে রাখলেন রিয়েলে খেলার জন্য ? হতে পারে। এর আগেও ব্রাজিলিয়ান ক্লাব স্যান্তস থেকে নেইমারকে চেয়েছিল রিয়েল। কিন্তু তাদের কাছ থেকে নেইমারকে ছিনিয়ে নেয় বার্সেলোনা। কিন্ত বোঝাই যাচ্ছে নেইমারের আশা এখনও ছাড়ে নি রিয়েল।
সুতরাং আগানিতে নেইমারকে যে কোন সময়ে রিয়েলের জার্সি গায়ে মাঠে খেলতে দেখা গেলে অবাক হবার মত কিছু থাকবে না ।
আজকের বাজার: সালি / ০৯ ডিসেম্বর ২০১৭