রোহিঙ্গা সংকট: সু চির কঠোর সমালোচনায় মাহাথির

মিয়ানমারের নেত্রী অং সান সু চি যেভাবে রোহিঙ্গা সংকট সামাল দিয়েছেন মঙ্গলবার তার কঠোর সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

তিনি বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার ন্যায্যতা প্রমাণ করতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সু চি সমর্থনের অযোগ্য বিষয়কে সমর্থন দেয়ার চেষ্টা করেছেন।

‘তারা এসব মানুষকে (রোহিঙ্গা) অত্যাচার করছে, তাদের হত্যা, গণহত্যা করেছে এবং ভুক্তভোগীদের দিয়ে কবর খুঁড়ে সেখানেই তাদের চাপা দিয়েছে। এসব হয়তো প্রাচীনকালে প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু আধুনিক সময়ে আমরা এসব করি না,’ যোগ করেন ৯৩ বছর বয়সী রাজনীতিবিদ মাহাথির।

সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন, নিপীড়ন কী তা একজন সাবেক রাজনৈতিক বন্দী হিসেবে সু চির বোঝার কথা।

১০ জাতির সংগঠন আসিয়ানের নেতাদের একে অপরকে জনসম্মুখে সমালোচনা করার দৃশ্য সচরাচর দেখা যায় না। তথ্যসূত্র-ইউএনবি

আজকের বাজার/এমএইচ