লাফার্জ সুরমার ৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

এর আগে কোম্পানিটি ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশের ঘোষণা দেয়। সবমিলে কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ২১ পয়সা। এ সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯২ পয়সা।

আগামী ১৫ জুন, ২০১৭ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল।