লিটন-মিরাজের ব্যাটিং নৈপুন্যের পর ২৯৬ রানে অলআউট বাংলাদেশ

লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ফলো-অন এড়ানোর পর ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ১১৩ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। লিটন ৭১ ও মিরাজ ৫৭ রান করেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১০৫ রান করেছিলো বাংলাদেশ। মুশফিকুর রহিম ২৭ ও মোহাম্মদ মিঠুন ৬ রান নিয়ে দিন শুরু করেন।
আজ লিটন-মিরাজের সাথে মুশফিক ৫৪, মিঠুন ১৫, নাইম হাসান শুন্য ও আবু জায়েদ ১ রান করে আউট হন। তাইজুল ইসলাম ১৩ রানে অপরাজিত থাকেন।
ওয়েস্ট ইন্ডিজের কর্নওয়াল ৭৪ রানে ৫টি, শ্যানন গাব্রিয়েল ৩টি ও আলজারি জোসেফ ২টি উইকেট নেন।