‘লিবার্টি লিডিং দ্য পিপল’ বন্ধ করে ক্ষমা চাইল ফেসবুক

১৮৩০ সাল।এক শরতের দিনে ফরাসি শিল্পী ইউজিন দেলাক্রোয়া এঁকেছিলেন ‘লিবার্টি লিডিং দ্য পিপল’। ফরাসি বিপ্লবের সেই ছবি ব্যবহার করা হয়েছিল একটি নাটকের অনলাইন-প্রচারে।কিন্তু হঠাৎ করেই বিজ্ঞাপনটি বন্ধ করে দেয় ফেসবুক।তাদের অভিযোগ,ছবিটি নগ্ন।ওরকম নগ্ন ছবি ফেসবুকে দেওয়া যাবে না।

নাটকটির পরিচালক জোসলিন ফিয়োরিনার কথায়, ‘‘ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার মিনিট পঁয়তাল্লিশের মধ্যে ব্লক করে দেওয়া হয়। আর তার পর আমাদের জানানো হয়, ওরকম নগ্ন ছবি দেওয়া যাবে না!’’ ফেসবুক অবশ্য পরে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে।

ছবিটি যুদ্ধক্ষেত্রের। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহ। বাধা টপকে বহু মানুষকে নেতৃত্বে দিচ্ছেন এক নারী। তাঁর হাতে ফ্রান্সের তেরঙা জাতীয় পতাকা। স্বাধীনতার এই প্রতিমূর্তিকে ফ্রান্সের জাতীয় প্রতীক হিসেবে দেখা হয়। বলা হয়, ‘মারিয়ান’। ছবির নারীমূর্তির জামার বুকের অংশ ছেঁড়া। উন্মুক্ত বক্ষের সেই ছবির ‘নগ্নতা’ নিয়ে আপত্তি তুলেছিল ফেসবুক।

অবশ্য পরে ফের ওই ছবিটি-সহই বিজ্ঞাপন দেয়া হয়। শুধু এ বার মহিলার বুকের অংশ একটি ব্যানারে ঢেকে দেন। তাতে লেখা, ‘‘ফেসবুকের কোপে’’।

উল্লেখ্য, কোটি কোটি ফেসবুক-ব্যবহারকারীর পেজের বৈধতা মাঝেমধ্যেই খতিয়ে দেখে সংস্থাটি।

আজকের বাজার/আরজেড