লিবিয়া উপকূলে ৩০২ অবৈধ অভিবাসী উদ্ধার

শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার শুক্রবার বলেছেন, লিবিয়া উপকূল থেকে মোট ৩০২ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। খবর সিনহুয়ার।
জাতিসংঘ শরণার্থী সংস্থার টুইটার বার্তায় বলা হয়, গত রাতে সাগরে তিন দফা অভিযান চালিয়ে ৩০২ ব্যক্তিকে উদ্ধার করে ত্রিপোলি ও জবিয়ায় নেয়া হয়।
এতে বলা হয়, উদ্ধারকৃতদের মধ্যে ৫০ নারী ও ২২ শিশু রয়েছে। তারা আরো জানায়, ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক রেডক্রস প্রাণে বেঁচে যাওয়া এসব শরণার্থীকে ওষুধ এবং ত্রাণ সামগ্রি দেয়।
২০১১ সালে লিবিয়ার প্রয়াত নেতা মোয়াম্মের গাদ্দাফির পতনের পর থেকেই দেশটি নিরাপত্তাহীনতার ও বিশৃংখলার মুখে পড়েছে। এ কারণে উত্তর আফ্রিকার এ দেশ ভূমধ্যসাগর পাঁড়ি দিয়ে ইউরোপের কোন দেশে চলে যেতে যাওয়া অবৈধ অভিবাসীদের জন্য বহির্গমনের একটি পছন্দের স্থানে পরিণত হয়েছে।