লেনদেনের শীর্ষে বারাকা পাওয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। লেনদেনে সেরা ১০ কোম্পানির তালিকার শীর্ষে থাকা কোম্পানিটি আজ ৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৪ হাজার ২৮০ বারে এক কোটি ৮ লাখ ৫৪ হাজার ২৯৫টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির ৩ হাজার ৮৫৮ বারে ৮৯ লাখ ২৫ হাজার ৫৯৬টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৫২ কোটি ৪২ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা আইডিএলসি ফিন্যান্স ২ হাজার ৯৫৬ বারে ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ৩৮ কোটি ৬০ লাখ টাকা, একমি ল্যাব ৩৮ কোটি ৮ লাখ টাকা, পদ্মা অয়েল ৩৬ কোটি ৩ লাখ টাকা, এ্যাপোলো ইস্পাত ৩১ কোটি ৮ লাখ টাকা, ইফাদ অটোস ৩০ কোটি ৯১ লাখ টাকা, জিপিএইচ ইস্পাত ২৯ কোটি ৬৯ লাখ টাকা ও তিতাস গ্যাস ২৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সুত্র: অর্থসূচক