লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। লেনদেনের সেরা ১০ কোম্পানির তালিকার শীর্ষে থাকা কোম্পানিটি এদিন ৭৪ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৭ হাজার ৯৯৩ বারে ১ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২১টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। আজ কোম্পানিটির ৪ হাজার ৩৯২ বারে ১ কোটি ১৪ লাখ ২৫ হাজার ৬৩১টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৫২ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা যমুনা অয়েল ৩ হাজার ৪০ বারে ৪৪ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লঙ্কাবাংলা ফাইন্যান্স ৪০ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার টাকা, এমজেএল বাংলাদেশ লিমিটেড ৩৮ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ৩৭ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার টাকা, কেয়া কসমেটিকস্ ৩২ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা, সামিট পাওয়ার ৩২ কোটি ১৯ লাখ ৭৮ হাজার টাকা, ইসলামী ব্যাংক ২৯ কোটি ৫৩ লাখ ৪ হাজার টাকা এবং ডেসকো লিমিটেড ২৯ কোটি ২০ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।