লেনদেন বেড়েছে ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের পতনে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।দিনশেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারালেও ডিএসইতে বেড়েছে মোট লেনদেনের পরিমান।আজ মোট লেনদেন হয়েছে ৪৬৪ কোটি টাকা ১৮ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৬৭ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯৬৬ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০ টির দর কমেছে ২৭৭ টির আর অপরিবর্তিত রয়েছে ১৬ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২০০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২১৫ পয়েন্টে। লেনদেন হওয়া ২৮৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ২১৬ টির দর বাড়ে ৪৮ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২২ টির দর।

 

আজকের বাজার/মিথিলা