শরীয়তপুরে প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের সাথে মতবিনিময়

প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয় সম্পদ এ প্রত্যয়ে শরীয়তপুরে প্রতিবন্ধী শিশুদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানকল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র শরীয়তপুরের উদ্যোগে মতবিনিময়ের আয়োজন করা হয়।

সোমবার বেলা ১১ টায় কোর্ট মোড়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র শরীয়তপুর কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাবিবা ইয়াছমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এস এম আশরাফুজ্জামান। উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিও থেরাপী কনসালটেন্ট ডা. মনিরা সুলতানা, জেলা পুলিশ বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রতিবন্ধী শিশুসহ তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা সেবা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান