শান্তিপূর্ণভাবে খুলনা সিটি নির্বাচন শেষ হয়েছে: ইসি সচিব

খুলনা সিটি করপোরেশন নির্বচান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার (১৫ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং আমরা সন্তুষ্ট। অনিয়মের কারণে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি ২৮৬টি কেন্দ্রে চমৎকার ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।

বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, একটি রাজনৈতিক দল অভিযোগ করতেই পারে। ইসি তলিয়ে দেখেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

‘অনেক ভোটার অভিযোগ করেছেন তাঁরা ভোট কেন্দ্রে গিয়ে দেখেন তাঁদের ভোট দেওয়া হয়েছে’—এমন অভিযোগের বিষয়ে হেলালুদ্দিন আহমদ বলেন, এমন হতে পারে ওই ভোটার ওই কেন্দ্রের ভোটার নন, বা তার নাম ওই কেন্দ্রে নেই। তবে বিষয়টি তদন্তের পর বলা যাবে।

এই নির্বাচনের ফলে জাতীয় নির্বাচনের প্রতি মানুষের আস্থা বাড়বে কিনা এমন প্রশ্নে ইসি সচিব কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এটি একটি স্থানীয় সরকার নির্বাচন।’

আজকের বাজর/ এমএইচ