শিশু রাকিব হত্যা:হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

খুলনার শিশু রাকিব হত্যা মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বুধবার,৩রা মে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৯ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হচ্ছে শরিফ ও মিন্টু।

একইসঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ের এই কপি খুলনা মহানগর দায়রা জজ আদালতে পাঠাতে এবং আসামিদের কনডেম সেল থেকে সাধারণ সেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে গত ৪ এপ্রিল রায় দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির, সহকারি অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও বিলকিস ফাতেমা। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী গোলাম মো. চৌধুরী আলাল ও এস এম মুবিন।

এর আগে ২০১৫ সালের ১০ নভেম্বর রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল দায়ের করেন। পরে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার পেপারবুক প্রস্তুত করা হয়। চলতি বছর ১০ জানুয়ারি এই মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। ১১ কার্যদিবস উভয় পক্ষের শুনানি শেষে ২৯ মার্চ তা শেষ হয়। ওইদিনই আদালত রায়ের জন্য ৪ এপ্রিল দিন নির্ধারণ করেন।

২০১৫ সালের ৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামে এক মোটরসাইকেলের গ্যারেজে পায়ুপথে বায়ু ঢুকিয়ে নির্যাতন করে রাকিবকে হত্যা করা হয়। পরের দিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে শরীফ, শরীফের সহযোগী মিন্টু খান ও মা বিউটি বেগমের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন।

২০১৫ সালের ৮ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে শিশু রাকিব (১২) হত্যার দায়ে প্রধান আসামি মো. শরীফ ও তার সহযোগী মিন্টুকে ফাঁসির আদেশ দেন আদালত। আর আসামি শরীফের মা বিউটি বেগম খালাস পান।

আজকের বাজার:এলকে/এলকে/৩রা মে,২০১৭