পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে ফার্ সিরামিকস্

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় ফার্ সিরামিকস্ লিমিটেড। সকল প্রস্ততি প্রায় সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে ২০১৮ সালের মধ্যেই সিরামিক কোম্পানিটি পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হতে পারবে।

রোববার ৭ মে দৈনিক আজকের বাজারের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা জানান ফার্ সিরামিকস্ লিমিটেডের পরিচালক ইমতিয়াজ উদ্দিন।

তিনি বলেন, পুঁজিবার নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ইচ্ছে আছে ইনশাহআল্লাহ ২০১৮ সাল নাগাদ ফার্ সিরামিকসকে পুঁজিবাজারে নিয়ে আসব। সেই লক্ষ্যে কাজও হচ্ছে। দেশীয় বা বিদেশি মার্কেটে ফার্ সিরামিকসের চাহিদা ব্যাপক। তাই চিন্তা রয়েছে পুঁজিবাজার থেকে টাকা নিয়ে প্রডাকশন বাড়াবো। এখন প্রতিদিন ৭০ হাজার পিস পণ্য উৎপাদন হয়। এটাকে ১ লক্ষ ২০ হাজার পিসে নিয়ে যেতে কাজ করছি।

এসময় দেশের সিরামিক শিল্পের সম্ভবনা ও সমস্যাসহ নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন  ইমতিয়াজ উদ্দিন।

আজকের বাজার: আরআর/ ০৮ মে ২০১৭