শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক।

বিতরণ অনুষ্ঠানে সভাতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা পরিষদের নারী সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার ৩ হাজার কৃষক-কৃষাণীর মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতে ধানের বীজ বিতরণ করা হয়।

রীতেশ কর্মকার,শেরপুর