শেষ পর্যন্ত ইউনাইটেডেই ফিরলেন রোনাল্ডো

সব নাটকীয়তা শেষে পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরে এলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুড়ে দীর্ঘ ১২ বছর পর আবারো ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে দেখা যাবে সিআর সেভেনকে। এক বিবৃতিতে ইউনাইটেড এই তথ্য নিশ্চিত করে বলেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ট্রান্সফারের ব্যপারে ক্লাব জুভেন্টাসের সাথে ঐক্যমতে পৌঁছেছে। স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যাদি সম্পন্ন হলেই রোনাল্ডো মাঠে নামবেন। ক্রিস্টিয়ানোকে স্বাগত জানানোর জন্য ম্যানচেস্টারে সবাই উন্মুখ হয়ে আছে।’

এর মাধ্যমে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির রোনাল্ডোকে দলে ভেড়ানোর কয়েকদিনের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। ইংলিশ অধিনায়ক হ্যারি কেনকে টটেনহ্যাম হটস্পার থেকে দলে নিতে ব্যর্থ হবার পর পর্তুগীজ এই ফরোয়ার্ডের দিকে হাত বাড়িয়েছির প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। ইউনাইটেড ঘোষনা দেবার আগ পর্যন্ত অনেকটাই অনুমেয় ছিল রোনাল্ডোর পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে ইতিহাদ স্টেডিয়াম। যদিও উল্ফসের বিপক্ষে রোবাবার প্রিমিয়ার লিগের ম্যাচকে সামনে রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউনাইটেড ম্যানেজার ওলে গানার সুলশার যখন রোনাল্ডোর চুক্তি নিয়ে ইঙ্গিত দেন তখনই কার্যত হইচই পড়ে যায়।

রোনাল্ডোর সাথে ইউনাইটেডে খেলা সুলশার এ সময় বলেছেন, ‘ক্রিস্টিয়ানো এই ক্লাবের একজন কিংবদন্তী খেলোয়াড়, সর্বকালের সেরা একজন খেলোয়াড়। আমাদের সাথে তার সব সময়ই ভাল যোগাযোগ আছে। আমি জানি এ ব্যপারে ব্রুনো ফার্নান্দেসও তার সাথে কথা বলেছেন। আমরা তার সম্পর্কে কি অনুভব করি সেটা সে জানে। যদি সে কখনো জুভেন্টাস ছাড়ার কথা চিন্তা করে তবে আমরা যে তার পাশে আছি সেটা রোনাল্ডো জানে।’

স্কাই স্পোর্টস ইতালিয়ার রিপোর্টের সূত্রমতে জানা গেছে দুই বছরের চুক্তিতে ২৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাস থেকে ইউনাইটেডে যোগ দিয়েছেন রোনাল্ডো।

২০০৩-০৯ সাল পর্যন্ত ইউনাইটেডে থাকাকালীন রোনাল্ডো ক্যারিয়ারের পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথমটি জয় করেছিলেন। এই ক্লাবে থেকেই তিনি প্রথমবারের মত বিশ্বের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন। ইউনাইটেডের জার্সি গায়ে ২৯২ ম্যাচে করেছেন ১১৮ গোল। তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা ছাড়াও ইউনাইটেডকে এফএ কাপ ও দুটি লিগ কাপের শিরোপা উপহার দিয়েছেন।

এর আগে দিনের শুরুতেই জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি নিশ্চিত করেছিলেন পাঁচবারের ব্যালন ডি‘অর বিজয়ী রোনাল্ডো ইতালিয়ান জায়ান্টদের ছেড়ে যাচ্ছেন। এ সময় আলেগ্রি বলেন, ‘গতকালই ক্রিস্টিয়ানো আমাকে জুভেন্টাস ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে আগামীকালই এ ব্যপারে সিদ্ধান্ত আসবে। আজ সকালে সে দলের সাথে অনুশীলনও করেনি। এখানে সে তিন বছর ছিল। সাধ্যমত ক্লাবের জন্য অবদান রাখার চেস্টা করেছে। জুভেন্টাস থেকে এখন সে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তারপরেও জীবন তার নিজ গতিতে এগিয়ে যাবে।’

তুরিনের জায়ান্টদের হয়ে রোনাল্ডো দুটি সিরি-এ শিরোপা জয় করেছেন। কিন্তু তুরিনের অধ্যায়টি তিনি পরিপূর্ণ করতে পারেননি। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি জুভেন্টাসে যোগ দিয়েছিলেন। নয় বছরের বর্ণাঢ্য মাদ্রিদ ক্যারিয়ারে তিনি ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল, ক্লাবকে উপহার দিয়েছিলেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগে ২৫ বছরের খরা কাটিয়ে শিরোপা জয় করার লক্ষ্যেই রোনাল্ডোকে দলে ভিড়িয়েছিল জুভেন্টাস। কিন্তু গত তিনটি মৌসুমে কোয়ার্টার ফাইনাল পর্যন্তই খেলতে হয়েছে ইতালিয়ান জায়ান্টদের। এমনকি গত মৌসুমে ইন্টার মিলানের কাছে সিরি-এ শিরোপাও হারিয়েছে। তারপরেও জুভেন্টাসের হয়ে গত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করেছেন।

এবারের গ্রীষ্মকালীণ দলবদলে ইতোমধ্যেই জেডন সানচো ও রাফায়েল ভারানেকে দলে ভিড়িয়ে স্কোয়াড শক্তিশালী করেছে ইউনাইটেড। ২০১৩ সালের পর প্রথমবারের মত প্রিমিয়ার লিগ জয়ই এখন রেড ডেভিলসদের মূল লক্ষ্য। ইতোমধ্যেই সুলশারের দলে থাকা ফার্নান্দেস, সানডো, এডিনসন কাভানি, মার্কোস রাশফোর্ড, এন্থনি মার্শাল, মেসন গ্রীনউড ও পল পগবার সাথে আক্রমনভাগে যোগ দিতে যাচ্ছেন রোনাল্ডো। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান