সংসদে বাংলাদেশ বাতিঘর বিল ২০২০ পাস

বিদ্যমান আইন রহিত করে সময়োপযোগী বিধান সংযোজনের প্রস্তাব করে আজ সংসদে বাংলাদেশ বাতিঘর বিল ২০২০ সংশোধিত আকারে পাস করা হয়েছে। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে নৌপথে বাতিঘর এলাকা নির্ধারণের বিধান করা হয়েছে। সরকার সময়ে সময়ে এ সীমানা নির্ধারণ করবে। এ জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের বিধান করা হয়।

বিলে বাতিঘর ব্যবস্থাপনা, বাতিঘর নিয়মিত পরিদর্শন, বাতিঘর নিয়ন্ত্রণ, বাতিঘরের মাশুল আরোপ, মাশুল আদায়, বকেয়া মাশুল আদায়, অনাদায়ী মাশুল সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট নৌযানের বিরুদ্ধে শাস্তির বিধান, মাশল থেকে অব্যাহতি, বিধি প্রণয়নসহ অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়। বিলে এর জন্য কর্মচারী নিয়োগের বিধান করা হয়েছে। জাতীয় পার্টির ফখরুল ইমাম,পীর ফজলুর রহমান, কাজী ফিরোজ রশীদ, রুস্তম আলী ফরাজী, মুজিবুল হক, শামীম হায়দার পাটোওয়ারী, বিএনপির হারুনুর রশীদ বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে ৩টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান