সকল স্কুল-কলেজ ৩০ মার্চ থেকে পুনরায় খুলে দেয়া হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শনিবার বলেছেন, করোনা মহামারির কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর ৩০ মার্চ থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

রাতে সচিবালয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

দীপু মনি বলেন, ক্লাশ শুরুর আগেই সকল শিক্ষককে করোনার টিকা দেয়া হবে।

‘শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ প্রসঙ্গে সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেয়া হবে। আশা করছি, আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৭ মের আগেই ভ্যাকসিন পাবে।’

এর আগে সোমবার শিক্ষামন্ত্রী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, আগামী ১৭ মে পুনরায় সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া এবং ২৪ মে থেকে সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

তবে অনলাইনে ক্লাস চলমান থাকবে, কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার আগে কোনো পরীক্ষা হবে না, বলেন তিনি।