সঞ্চয়পত্রে না ঝুঁকে পুঁজিবাজারে বন্ড মার্কেট চালু করতে হবে: আইএমএফ

বাংলাদেশে শক্তিশালী পুঁজিবাজার গঠনে বন্ড মার্কেট সচল করতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এ তাগিদ দেয়।

সংবাদ সম্মেলনে সংস্থাটির মিশন প্রধান ব্রেইন এইতকেন বলেন, দেশের জাতীয় বাজেটের অর্থায়নের জন্য সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে সরকার। এ নীতির পরিবর্তন করতে হবে। বাজেটের অর্থায়নে দীর্ঘমেয়াদী পদক্ষেপ প্রয়োজন। এজন্য সরকারকে বন্ডের প্রতি জোর দিতে হবে। পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে বন্ড মার্কেটকে সচল করতে হবে।

তিনি বলেন, বর্তমানে সঞ্চয়পত্রে অধিক সুদহার রয়েছে। এতে করে সরকারের খরচ বেড়ে যাচ্ছে। আগামীতে এটা কিভাবে নিয়ন্ত্রণ করবে- তা ভাবতে হবে। এজন্য সরকারকে বন্ড মার্কেটের উপর বেশি নজর দিতে হবে। ২০০৫ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে সরকারী ট্রেজারী বন্ডের তালিকাভুক্তি শুরু হয়। বর্তমানে ডিএসইতে ২২১টি তালিকাভুক্ত ট্রেজারি বন্ড রয়েছে। যার বাজার মূলধন প্রায় ৫৪৯ বিলিয়ন টাকা।

বাংলাদেশের সফররত আইএমএফ এর প্রতিনিধি দলের সদস্যরা এর আগে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

সুত্র: অর্থসূচক