সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৫০ কোটি টাকার লেনদেন

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১৫ কোম্পানি ও ২ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ২ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯০টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫০ কোটি ২৯ লাখ টাকা।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সবচেয়ে বেশি লেনদেন করেছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ড ১ কোটি ৭০ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৬০ লাখ টাকা।

এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ৬২ লাখ ৫০ হাজার ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৩১ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সামিট পাওয়ার ১৯ লাখ ৫১ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ৭৭ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, উত্তরা ফিন্যান্স, রেনেটা, এএফসি অ্যাগ্রো, গ্রামীণ ফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেলস, শাশা ডেনিম, তিতাসগ্যাস, ন্যাশনাল হাউজিং, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, বিএটিবিসি ও এমারেল্ড অয়েল।

সুত্র: অর্থসূচক