সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১২ কোম্পানি ও দুই মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট এক কোটি ২২ লাখ  ৫৩ হাজার ২৬৯টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩৩  কোটি ২০ লাখ টাকা।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন করেছে ডিবিএইচ মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ড ৪৩ লাখ ৮২ হাজার ৩০টি ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য  ৩ কোটি ৬৯ লাখ টাকা। সাউথইস্ট ব্যাংক ৪০ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৮ লাখ ৬০ টাকা। সোস্যাল ইসলামী ব্যাংক ২৪ লাখ ৬০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশন, অ্যাক্টিভ ফাইন, বিডি ফাইন্যান্স, বার্জার পেইন্টস, ব্রাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, দেশ গার্মেন্টস, ড্রাগন সোয়েটার, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইডিএলসি ও সাইফ পাওয়ারটেক।

সুত্র: অর্থসূচক