সফল হতে হলে ঐক্যে অটুট থাকতে হবে আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সফল হতে হলে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের ঐক্য অটুট রেখে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে। তিনি বলেন,‘বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সবাইকে প্রতিজ্ঞায় অটল থেকে এগিয়ে যেতে হবে।’ রোববার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর নব-নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু তাঁর সারা জীবন বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন, জীবনের দীর্ঘ সময় জেল খেটেছেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই সময় তাঁর জন্য কর্তব্য পালনের সুযোগ এসেছে। তাই আসুন, কর্তব্য পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর ঋণের কিছুটা হলেও শোধ করি। সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, এটর্নি জেনারেল মাহবুবে আলম,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন, একেএম সরোয়ার জাহান বাদশা এমপি, ড. বশির আহমেদ, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এএম আমিন উদ্দীন, এডভোকেট নজিবুল্লাহ হিরু বক্তৃতা করেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান