সাকিবকে টপকে গেলেন এনামুল

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে রানের হিসেবে সাকিব আল হাসানকে টপকে গেলেন চিটাগাং ভাইকিংসের এনামুল হক বিজয়।

শুক্রবার টুর্নামেন্টের ১৬তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৫০ রানের ইনিংস খেলে বিপিএলে সাকিবকে পেছনে ফেলেন এনামুল। বর্তমানে এনামুলের রান ৮২৯। আর সাকিবের রান ৮১২।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ১৯ রানে হারায় চিটাগাং। এ ম্যাচে ৪টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে ৫০ রান করেন এনামুল। এ ম্যাচের আগে এনামুলের রান ছিলো ৭৭৯। ফলে সাকিবের পরেই ছিলেন তিনি। কারণ, সাকিবের রান ৮১২।

তবে এদিন দুর্দান্ত একটি ইনিংসে সাকিবকে পেছনে ফেলেন এনামুল। কিন্তু এনামুলকে পেছনে ফেলার সুযোগ পাবেন সাকিবও।

বিপিএলের সবচেয়ে রানের মালিক এখন বর্তমান দল বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম। ঢাকায় গত সোমবার চিটাগাং ভাইকিংসের বিপক্ষে অপরাজিত ১০ রানের ইনিংস খেলে বিপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন মুশি।

বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান (চতুর্থ আসরের ১৬তম ম্যাচ শেষে) :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান
মুশফিকুর রহিম (বরিশাল বুলস) ৩৯ ৩৬ ১০১৩
এনামুল হক (চিটাগাং ভাইকিংস) ৪২ ৩৮ ৮২৯
সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) ৩৯ ৩৯ ৮১২
নাসির হোসেন ৩৯ ৩৩ ৭৯০
ব্র্যাড হজ (বরিশাল বার্নাস) ২৩ ২২ ৭৫৬

সূত্র: বাসস