সাপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ০৯ শতাংশ।

ডিএসই সূত্রে পাওয়া তথ্য।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৩ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ০৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ২০ লাখ ১৭ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২৬ কোটি ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৯৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ১১ লাখ ৬৩ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে এই কোম্পানির ১০ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ব্যাংকের ১০ দশমিক ১৩ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৮ দশমিক ৮৯ শতাংশ, পূর্বানী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ৭ দশমিক ৩৮ শতাংশ, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রির ৭ দশমিক ৩৩ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ৭ দশমিক ৩২ শতাংশ, প্রাইম ব্যাংকের ৭ দশমিক ১১ শতাংশ এবং যমুনা ব্যাংকের ৭ দশমিক ০৭ শতাংশ দর বেড়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/২৮এপ্রিল,২০১৭