‘সার্বভৌমত্ব’ লঙ্ঘন করায় পম্পেওসহ ট্রাম্পের অনেক কর্মকর্তার ওপর বেইজিংয়ের নিষেধাজ্ঞা আরোপ

চীনের ‘সার্বভৌমত্ব’ লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ তার মন্ত্রিপরিষদের ২৪ জনেরও বেশি সদস্য ও কর্মকর্তার ওপর বেইজিং নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ট্রাম্পের উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে শপথ নেয়ার পর এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘চীনের সার্বভৌমত্ব মারাত্মকভাবে লঙ্ঘন করা ২৮ ব্যক্তির ওপর বেইজিং নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।’
পম্পেও ছাড়াও নিষেধাজ্ঞা আরোপ করা এসব ব্যক্তির মধ্যে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নভারো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারি সেক্রেটারি ডেভিড স্টিলওয়েল, স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজার এবং জাতিসংঘ দূত কেলি ক্রাফট রয়েছেন।
বেইজিং ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টোন ও সাবেক উপদেষ্টা স্টিফান ব্যাননের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।