সিপিএলে ডাক পেলেন মাহমুদউল্লাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পাননি বাংলাদেশ দলের অল-রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দলে সুযোগ না পেলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন জাতীয় দলের এই অল-রাউন্ডার।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে সিপিএলের এবারের আসরে জ্যামাইকার হয়ে খেলেছেন আরেক বাংলাদেশি অল-রাউন্ডার সাকিব আল হাসান। রবিবার বিসিবি থেকে ছাড়পত্র পেলেই মঙ্গলবার দেশ ছাড়ার কথা রয়েছে এই অল-রাউন্ডারের।

সিপিএলে প্রথমবারের মতো ডাক পেয়ে বেশ উচ্ছ্বাসিত মাহমুদউল্লাহ। তিনি বলেন, “এটা আমার জন্য অনেক বড় সুযোগ। যদি সুযোগ পাই, আশা করছি নিজের সেরাটা দেওয়ার। প্রথমবারের মতো আমি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করছি দলের প্রত্যাশা মতো খেলতে পারবো।”

শুক্রবার সেন্ট লুসিয়ার বিপক্ষে মাঠে নামবে জ্যামাইকা। ঐদিন জ্যামাইকার জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে রিয়াদকে।

আজকের বাজার: সালি / ২০ আগস্ট ২০১৭