সিলেটে অন্তত চারবার মৃদু ভূকম্পন অনুভূত

সিলেটের বিভিন্ন স্থানে আজ অন্তত চারবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া বিভাগের সিলেট অঞ্চলের কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরী বাসসকে জানান, সকাল ১০ টা ৩৬ মিনিটে ভূকম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩, সকাল ১০ টা ৫০ মিনিটে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১, সকাল ১১ টা ৩০ মিনিটে কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ২ দশমিক ৮ এবং দুপুর ১ট ৫৮ মিনিটে ভূকম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।
তিনি আরো জানান, সিলেটের সীমান্তবর্তী কোন স্থানে ভূমিকম্পনগুলোর উৎপত্তি হলেও তা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। কোথাও কোন ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।