সিলেটে করোনাকে জয় করে ৪৫১ জন সুস্থ

4 SYLHET

সিলেট বিভাগে করোনাকে জয় করে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫১জন। মোট আক্রান্তের ২১ ভাগ লোক এখন সুস্থ।
এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সুত্র নিশ্চিত করে জানায়, সিলেট বিভাগে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তবে এরই মাঝে সরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন অনেকেই।
সিলেট বিভাগে আজ পর্যৗল্প মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২,১৪৩, এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত ১৩ শ’র বেশি।
ইতোমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৪৫১ জন। অর্থাৎ মোট আক্রান্তের প্রায় ২১ ভাগ সুস্থ হয়ে উঠেছেন। এরমধ্যে সিলেটে ১৪০ জন, সুনামগঞ্জে ১০০ জন, হবিগঞ্জে ১৪২ জন ও মৌলভীবাজারে ৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ সকাল পর্যন্ত ২,১৪৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১,৩০৫ জন, সুনামগঞ্জে ৪৩৩ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২০৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৫ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১১৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৭ জন ও মৌলভীবাজারে ৫ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৬ জন করোনা আক্রান্তরোগী মারা গেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৩৫ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে তিনজন।