সিলেট থেকে ৯ বছর পর বিমান গেল লন্ডনে

৯ বছর পর সিলেট-লন্ডন সরাসরি বিমান চলাচল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

৯ বছর পর সিলেট-লন্ডন সরাসরি বিমান চলাচল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সিলেট-লন্ডন রুটে দীর্ঘ ৯ বছর পর সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের বিজি-০০১ বোয়িং ফ্লাইটটি সিলেটের ১৮২ ও ঢাকার ৫৬ জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করবে।

সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে আলোচনা সভা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহ নেওয়াজ মজুমদার।

শাহ নেওয়াজ মজুমদার জানান, ২৯ অক্টোবর বিমানের আরেকটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর নভেম্বর থেকে প্রতি বুধবার সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট নিয়মিত চলবে। এর আগে, ২০১১ সালে এই রুটে সরাসরি ফ্লাইট চালু হলেও কিছুদিন পর বন্ধ করে দেয়া হয়। তথ্য-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান