সুনামগঞ্জে খাদে পড়ে ২৫ যাত্রীবাহী বহন করা ১টি বাস এতে করে নিখোঁজ হয় ১৯ জন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ যাত্রী নিখোঁজ রয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদটি বন্যার পানিতে পরিপূর্ণ ছিলো। সিলেট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা বাসটি সুনামগঞ্জ যাচ্ছিল। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনা কারনে বাসটি গেটলক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেনি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ গ্রহণ করেছে। এখনও উদ্ধার কাজ চলছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এপর্যন্ত ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। জেলা প্রশাসক আ. আহাদ জানান, উদ্ধার হওয়া ৬ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৩ জনকে চিকিৎসা দিয়ে ছেরে দেয়া হয়েছে। অন্য ৩জন এখন চিকিৎ’সাধীন রয়েছেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান